প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪ , ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
সিসিলির এটনা আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের কারণে কাতানিয়া বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ৪ জুলাইয়ের তোলা ছবি। (এএফপি)
ইউরোপের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের কারণে সিসিলির কাতানিয়া বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আকাশে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় শুক্রবার এ ঘোষণা দেয় বিমানবন্দর পরিচালনাকারী কতৃপক্ষ। এএফপি এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে কতৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের রানওয়েতে ছাই ছড়িয়ে পড়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
তাই উড্ডয়ন ও অবতরণ দুটিই বন্ধ রয়েছে।
গণমাধ্যম অনুসারে, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার দিকে ফ্লাইটগুলো পুনরায় চালু হতে পারে বলে জানায় কতৃপক্ষ। তবে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে তাদের ফ্লাইট সম্পর্কে বিস্তারিত জেনে আসার জন্যও বলেছে তারা।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, অগ্ন্যুৎপাতের ছাইগুলো আকাশে প্রায় সাড়ে চার কিলোমিটার পর্যন্ত উঠেছে।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায়, কাতানিয়ার শহরের রাস্তাগুলো কালো ছাইয়ে ঢেকে গেছে। সে কারণে যানবাহনেও ধীরগতি দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাউন্ট এটনা ৩ হাজার ৩২৪ মিটার উঁচু একটি আগ্নেওগিরি। সাম্প্রতিক দশকগুলোতে এখানে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে।
গত কয়েক দিন ধরে এ আগ্নেয়গিরিতে আবারো অগ্ন্যুৎপাত শুরু হয়। এর ফলে কাতানিয়া বিমানবন্দর এলাকায় ছাই উড়তে শুরু করে। এতে বিমান উঠা-নামায় বিঘ্ন সৃষ্টি হয়।
এএফপি জানায়, ইতালীর সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর একটি পূর্ব সিসিলি। কাতানিয়া বিমানবন্দরটি পর্যটকদের সঙ্গে সিসিলির সংযোগ স্থাপন করে।
প্রতি বছর লাখ লাখ যাত্রী এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করে।