ঢাকা অফিস:

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৫ , ০৫:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

সিলেট কিডনি হাসপাতাল একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে

অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে। সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এটি মাইলফলক ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ২০১৮ সাল থেকে একটি ভাড়া করা ভবনে রোগীদের ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইতোমধ্যে এটি সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। প্রতিষ্ঠানটি কিডনি রোগীদের সেবায় নিয়োজিত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার সিলেট শহরতলীর তেমুখীর বাদাঘাট রোডে নাজিরের গাঁওয়ে অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নিজস্ব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।