এখন সময় ডেস্ক :

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৫ , ০৪:১৫ এ এম

অনলাইন সংস্করণ

ইরান পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন ১ হাজার ড্রোন

কোন একটি অস্ত্র নির্মাতা দেশ থেকে একহাজার নতুন ড্রোন পেয়েছে ইরানের সেনাবাহিনী । গত সোমবার তাদের হাতে উচ্চ প্রযুক্তির এই ড্রোন পৌঁছেছে বলে জানায় দেশটির আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম। তাসনিম জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থানে ড্রোনগুলো পাঠানো হয়েছে। জানা গেছে, এগুলো রাডার ফাঁকি দেওয়ার উচ্চ প্রযুক্তি ও সুরক্ষা সম্পন্ন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আমলে ইরানের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। ফলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন সংঘর্ষের সম্ভাবনায় বাড়তি সতর্কতা নিচ্ছে তেহরান। খবর দিয়েছে রয়টার্স।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, নতুন ড্রোনগুলোর পাল্লা প্রায় দু হাজার কিলোমিটার। উচ্চ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন চালকবিহীন এসব ড্রোন প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এগুলো ইরানি বাহিনীর নজরদারি ও সীমান্ত প্রহরার পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও বৃদ্ধি করবে। চলতি মাসের শুরুতে দু’মাসব্যাপী সামরিক মহড়া শুরু করেছে ইরান। ইতোমধ্যে তারা অনুশীলনের জন্য নাতানজ পারমাণবিক চুল্লিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার চর্চা সম্পন্ন করেছে।