শুভ বড়দিন
মিনিট আর ঘন্টায় ও ভাই
বড়দিনের বড় নয়,
ডিসেম্বরের ২৫ তারিখ
যীশুর জন্ম হয়।
মানুষের বেশ ধরে
আসলেন সুন্দর ধরায়,
প্রেমের বাণী শুধাতেই
সবাইকে এক করায়।
মহাপথে মুক্তির স্বাদ
যীশুর মাঝে পাই,
মেরীর কোলেই ছোট্ট শিশু
যীশুকে খুঁজে পাই।
ক্রিসমাস ট্রি সাজাই
আনন্দ আর উল্লাসে,
যীশু যেন বারবার
সবার ঘরে আসে।
মানবতার জয়গানে
সংগীত করি শুরু,
খ্রিস্টধর্মের যীশুই হলেন