স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৪ , ০৪:৫১ পিএম

অনলাইন সংস্করণ

শিরোপা নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ

শিরোপা নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ

কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ দল শিরোপা স্পর্শ করতে আর মাত্র এক ধাপ দূরে। আগামীকাল ফাইনালে স্বাগতিক নেপালকে হারালেই শিরোপা নিশ্চিত করবে সফরকারীরা। বাংলাদেশ সময় পৌনে তিনটায় আনফা কমপ্লেক্সে ফাইনাল ম্যাচটি শুরু হবে।

আজ ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক শিরোপা নিয়ে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করে বলেন, 'প্রতিপক্ষ নেপালকে আমরা শ্রদ্ধা করি। সব কিছু বিবেচনা রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ট্রফি নিয়ে ফিরতে পারব।'

বাংলাদেশ দল গতকাল সেমিফাইনাল খেলেছে। ৪৮ ঘন্টার কম সময়ের মধ্যে ফাইনাল। এই টুর্নামেন্টে রিকভারি একটা বড় সমস্যা আখ্যায়িত করে তিনি বলেন, 'রিকভারি সময় একটু কম ছিল। বিশেষ করে আইস বাথে সেভাবে সময় দিতে পারিনি। আগামীকাল ম্যাচের আগে ফুলফিট থাকবে আশা করি।'

ফাইনালের আগে বাংলাদেশের একটু দুশ্চিন্তা রয়েছে। নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরিতে ও এক ফুটবলার লাল কার্ডে নিষিদ্ধ। এই দুই ফুটবলারের অনুপস্থিতি নিয়ে কোচের ব্যাখ্যা, 'আমাদের নিয়মিত অধিনায়ক ইনজুরির জন্য নেই। তার জায়গা আসিফ পূরণ করছে। আকাইদ তিন ম্যাচেই খেলেছে। তার জায়গায় যে আসবে আশা করি সেও পূরণ করতে পারবে।'

কোচ মারুফুল হকের সুরেই কথা বলেছেন নতুন অধিনায়ক আশরাফুল হক আসিফ। তিনি ফাইনাল নিয়ে বলেন, 'নেপাল ভালো দল। স্বাগতিক হিসেবে আলাদা অ্যাডভান্টেজও আছে। আমরা মাঠে দেখাব। ইনশাআল্লাহ আমরা সবাই উজ্জীবিত। চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব।'

দেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হকের দৃষ্টিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল সঠিক পথেই রয়েছে। তার মন্তব্য, 'প্রথম দিন থেকেই আমরা সঠিক পথেই রয়েছি। উথান পতন পার হয়ে আমরা ফাইনালে খেলব।'