শিক্ষা প্রকল্পে তিনটি টিনের বেড়াবিহীন একটি ঘরের দাম দুই কোটি টাকা
টিনের বেরাবিহীন একটি ছাপড়া ঘরের দাম দুই কোটি টাকা। ঘরটির অবস্থান আবার মাঠের মধ্যে। এমনই অবাস্তব দাম ধরে সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পে। বিদ্যালয়গুলো নির্মাণ করা হবে ঢাকা ও এর আশপাশে। বরাদ্দ পাওয়ার পর টাকা কিভাবে ভাগবাটোয়ারা হবে, তা রীতিমত স্ট্যাম্পে সই কোরে চুক্তি করা হয়েছে।