এখন সময়

প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২৪ , ০৪:০৮ পিএম

অনলাইন সংস্করণ

রিজার্ভ থেকে বিক্রি ৬৭০ কোটি ডলার

বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) থেকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই-ডিসেম্বর) সময়ে ৬৭০ কোটি (৬ দশমিক ৭ বিলিয়ন) ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সময়ে বেসরকারি কিছু ব্যাংক থেকে এক বিলিয়ন ডলারের বেশি কেনা হয়। খবর বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রের।

সূত্রমতে, সরকারের জ্বালানি, সার ও খাদ্য আমদানির জন্য রিজার্ভ থেকে এতদিন ডলার বিক্রি করে এলেও এখন তার উল্টো পদক্ষেপে রয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের জন্য ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বাড়ানো হচ্ছে। যদিও বাজারে এখনো ডলার সংকট রয়েই গেছে। আবার বাণিজ্যিক ব্যাংকগুলোও এখন ডলার বিক্রি করার মতো পরিস্থিতিতে নেই। এরপরও কিছু ব্যাংক উচ্চমূল্যে প্রবাসী আয়ের ডলার কিনে তা আবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।