মাসুমকে প্রার্থী হিসেবে চায় ওয়ার্ড আ.লীগ
চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় সমর্থন পরিবর্তনের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। তারা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে প্রার্থী হিসেবে সমর্থন দিতে দাবি জানান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমেদ।
লিখিত বক্তব্যে ছিদ্দিক আহমেদ বলেন, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি। ৩৫ বছর ধরে আওয়ামী লীগের পরিবারের সঙ্গে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম নিজেকে নিয়োজিত রেখেছেন দিদারুল আলম মাসুম।
এ ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থী আবুল হাসনাত মোহাম্মদ বেলাল আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমেদ।