এখন সময়

প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২৪ , ১১:২৭ পিএম

অনলাইন সংস্করণ

দুবাই গিয়ে ডিগবাজি দিলেন জায়েদ খান

দুবাইয়ে এক অনুষ্ঠান মঞ্চে ডিগবাজি দিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। রবিবার (২৪ ডিসেম্বর) সেখানকার ক্রাউন প্লাজা হোটেল বলরুমে এক অনুষ্ঠানে ডিগবাজি দেন জায়েদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ হারুন উর রশিদ (সিআইপি)। ইভেন্টের উপস্থাপনায় ছিলেন দেবাশীষ বিশ্বাস ও মডেল প্রিয়াঙ্কা জামান। ওই আয়োজনে ঢাকা থেকে গেছেন জায়েদ খান, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, মুশফিক ফারহান, জিয়াউল হক পলাশ।

অনুষ্ঠানের মাঝে দর্শকদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। কী কারণে এই হট্টগোল হলো তা জানা যায়নি। তবে হট্টগোলের সময় জায়েদ খান ডিগবাজি দেন। নায়কের ডিগবাজি দেখে আনন্দে মেতে ওঠেন আগতরা। দর্শকদের অনুপ্রাণিত করতে একটি মিউজিকের তালে তালে দুহাতে ভর দিয়ে ডিগবাজি দেন জায়েদ খান।