এখন সময়

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩ , ১১:২৪ পিএম

অনলাইন সংস্করণ

কোমর বেঁধে রান্না করলেন জয়া আহসান, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

জয়া আহসান মানেই বিউটি। তাঁর অনুরাগীর সংখ্যাও তাই কম নয়। সম্প্রতি আত্মীয়দের সঙ্গে চড়ুইভাতি করতে গিয়েছিলেন অভিনেত্রী। তার ভিডিও তিনি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও এখন ভাইরাল। ভিডিওয় দেখা গিয়েছে এক আত্মীয়ের সঙ্গে চড়ুইভাতি করতে গিয়েছেন জয়া আহসান। মাটির উনুনে দিব্যি হাতা খুন্তি নেড়ে রান্নাও করতে দেখা গিয়েছে তাঁকে। মাংস, আলু ভরতা, মেথি শাক, চচ্চড়ি-সহ অনেক কিছুই ছিল মেনুতে। মুখে নেই একটুও মেক-আপ। উনুনের সামনে বসে রান্না করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হওয়ার পর ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর হবে নাই বা কেন? ক’জন অভিনেত্রী এভাবে মেক-আপ ছাড়া পোস্ট করার সাহসিকতা দেখান?