এখন সময় ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০২৪ , ০৩:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

ইসলামি আন্দোলন-যুক্তরাষ্ট্র’র উদ্যোগে ইসলাহী মাহফিল

ইসলামি আন্দোলন বাংলাদেশ,যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৮ নভেম্বর সোমবার। জ্যাকসন হাইটসের ৩৭-২৮ ৭৫ স্ট্রিটস্থ আল নূর মুসলিম কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ইসলাহী মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহমান খান। মাহফিলটি সঞ্চালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও আলহাজ্ব সামসুদ্দিন বসির।

ইসলাহী মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মির্জা আবু জাফর বেগ,মাওলানা রফিক আহমেদ রেফাহি,মুফতি হাফিজ লুৎফুর রহমান কাসেমি, মাওলানা হামিদুর রহমান আশরাফ প্রমুখ।

বক্তাগণ ইসলামিক শরিয়া ভিত্তিক জীবন-যাপন ও দেশ পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন এবং মানব জীবনে হজ্ব ও উমরাহর গুরুত্ব তুলে ধরে বয়ান করেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক গ্লোবাল ট্যুর এন্ড ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিইও আলহাজ্ব সামসুদ্দিন বসির বলেন, মুসলিম ভাইবোনেরা যাতে সকল সুযোগ-সুবিধা নিয়ে পবিত্র হজ্ব ও উমরাহ পালন করতে পারেন আমি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে সে বিষয়ে বিশেষ সহযোগিতা করে থাকি। আমাদের নিউইয়র্ক ও ঢাকা অফিস হাজীদের জন্য উমরাহ বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছে। এই প্যাকেজে রয়েছে, উমরাহ ভিসা, এয়ার টিকেট, হোটেল বুকিং, ট্রান্সপোর্টেশন, জিয়ারত ও মোয়াল্লেম সুবিধা।

উল্লেখ্য,ইসলামী আন্দোলন বাংলাদেশ (পূর্ব নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম, নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম এবং মহাসচিব ইউনুস আহমদ। ১৯৮৭ সালের ১৩ মার্চ বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার ল¶্য,ে ঐক্য প্রয়াসী একটি ইস্যু ভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে। মূলত ১৯৯১ সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে। ২০০৮ সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়।