এখন সময়

প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২৪ , ১১:২৯ পিএম

অনলাইন সংস্করণ

টেলর সুইফট নিয়ে পড়াশোনা চালু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পেয়েছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। এ কোর্সের নাম ‘টেলর সুইফট অ্যান্ড হার ওয়ার্ল্ড’। সুইফটের সংগীত, লিরিক ও সাংস্কৃতিক প্রভাব পড়ানো হবে এই কোর্সে।

এ ছাড়া সুইফটের কাজ কীভাবে অন্য শিল্পী, লেখক ও বর্তমান প্রজন্মের তরুণদের প্রভাবিত করেছে, তা-ও পড়ানো হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চালু করা এ কোর্সে।

এন্টারটেইনমেন্ট উইকলির প্রতিবেদন অনুসারে, ‘দুটি বিশ্ববিদ্যালয় টেলর সুইফট ও অন্য নারী শিল্পীদের ওপর কোর্স অন্তর্ভুক্ত করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সুইফটের ওপর কোর্সটি পড়াবেন অধ্যাপক স্টেফানি বার্ট।’