ভারতে ৬০ ফুট লম্বা আস্ত একটি লোহার সেতু চুরির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের পাটনায় এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা সুভাস কুমার জানান, চোরের সরকারের সেচ কর্মকর্তা সেজে এসেছিল। তারা পরপর দুদিন বুলডোজার ও গ্যাস কাটার নিয়ে এসেছিল এবং সবার সামনেই সেতুটি টুকরো টুকরো করে কাটে। পরে ৫০০ টন লোহা তারা ভারী একটি গাড়িতে করে নিয়ে যায়।

৫০ বছরের পুরোনো সেতুটি একটি খালের ওপর নির্মাণ করা হয়েছিল। পাঁচ বছর আগে ওই সেতুর কাছাকাছি আরেকটি সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে এই সেতুটি খুব একটা ব্যবহৃত হতো না। চুরির ঘটনাটি বুধবার জানতে পারে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।