প্রথমবারের মতো রমজানে পুরোদমে শ্রেণিকার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলবে।

শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতির কথা বিবেচনা করে এবং সেশনজট নিরসনের জন্য হল প্রভোস্ট ও ডিনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আগামী ২০ এপ্রিল পর্যন্ত একাডেমিক ক্লাস চালু থাকবে। একইসঙ্গে স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষা গ্রহণ করবে। এ ছাড়া, সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। দুপুর ১.১৫ মিনিট থেকে ১.৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য কর্মবিরতি থাকবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, এর আগে রমজানে বিভাগগুলো তাদের ইচ্ছার ভিত্তিতে চাইলে ক্লাস-পরীক্ষা নিতে পারতো। কিন্তু এবারই প্রথমবার শিক্ষার্থীদের করোনাকালীন বন্ধে ক্ষতির কথা বিবেচনা করে রমজানে অফিসিয়ালি ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা একে ইতিবাচকভাবে নিয়েছি।