ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি প্রদেশ ছাড়া সব প্রদেশে উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করেছে তুরস্ক। রোববার দেশটির দুর্যোগ সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রধান ইউনুস সেজার আঙ্কারায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের অনেক প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। কাহরামানমারাস এবং হাতায় প্রদেশে সেগুলো অব্যাহত রয়েছে।’

৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাহরামানমারাসের পাজারসিক জেলায়। সেজার জানান, ভূমিকম্পের পর ১৪তম দিনে প্রদেশের প্রায় ৪০টি ভবনে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত ছিল। তবে স্থানীয় সময় রোববার সন্ধ্যার মধ্যে এই সংখ্যা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটির প্রধান আরও জানান, তুরস্কের মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৮৯ হয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে শনিবার জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় এক লাখ পাঁচ হাজার ভবন হয় ধসে পড়েছে, ভেঙে ফেলা দরকার বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাকিব/এখন সময়