মাত্র ১০৮ ঘণ্টা অর্থাৎ সাড়ে চার দিনে তৈরি হবে ৭৫ কিলোমিটার রাস্তা। ভারতের মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত তৈরি হওয়ার মুখে রয়েছে ওই সড়ক।

সাড়ে চার দিনে কাজটি শেষ করা সম্ভব হলে গিনেস বুক অব রেকর্ডসেও নাম তুলে ফেলতে পারে রাস্তাটি। মহাসড়কটির নির্মাণ কাজ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে।

৭ জুনের মধ্যে সড়কটি তৈরির কাজ শেষ হওয়ার আশা করছে সংশ্লিষ্টরা।
নির্দিষ্ট সময়ের মধ্যে অমরাবতীর লোনি গ্রাম থেকে আকোলার মানা গ্রাম পর্যন্ত বিস্তৃত এ হাইওয়ের কাজ শেষ করার জন্য দিন রাত এক করে খাটছে নির্মাণ কর্মীরা।

গিনেস বুকের একটি দল ইতোমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং রাস্তার নির্মাণ কাজ খতিয়ে দেখছে।

সূত্র: জিও টিভি।