হামাসকে ধ্বংস করতে রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল হামলা চালানো প্রয়োজন। মঙ্গলবার (১৯ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মন্তব্য করেছেন। গাজার সীমান্ত শহর ঘিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নেওয়ায় সেখানে ইসরায়েলকে তাদের কৌশল পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছিল হোয়াইট হাউজ। এরপরই এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

আইন প্রণেতাদের ব্রিফিং করার সময় নেতানিয়াহু বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ‘আমরা রাফাহতে এই হামাস যোদ্ধাদের সমূলে উৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং স্থল হামলা ছাড়া এটি করার আর কোনও উপায় নেই।’