সৌদিতে প্রতিবছর অনুষ্ঠিত হয় বাদশাহ আবদুল আজিজ উট উৎসব। এ বছর এই উৎসব থেকে জালিয়াতির কারণে বাদ দেওয়া হয়েছে ৪০ উটকে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার জানিয়েছে, বাদপড়া উটগুলোকে কৃত্রিমভাবে সুন্দর করতে বোটক্স ইনজেকশন দেওয়া হয়েছিলো। এছাড়া উটগুলোর সৌন্দর্য্য বাড়াতে কৃত্রিম পন্থা অবলম্বন করা হয়েছিলো বলে অভিযোগ করেন আয়োজকরা।

সৌদি আরবে চলতি মাসে শুরু হয়েছে এই উৎসব। পৃথিবীর সবচেয়ে বড় উট উৎসবটি চলবে চল্লিশ দিন। প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর উটের মালিককে ছয় কোটি ৬০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়।

এবারের প্রতিযোগিতায় কয়েকজন মালিক উটের মাথা ও ঠোঁট বড় করতে বোটক্স ইনজেকশন ব্যবহার করেন। কৃত্রিম হরমোন দিয়ে এদের পেশি শক্তিশালী করা হয়। রাবার ব্যান্ড দিয়ে শরীরের বিভিন্ন অংশকে আকর্ষণীয় করা হয়।

এর জন্য উটের মালিকদের ওপর কঠোর শাস্তি নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিযোগিতায় উটের মাথা, ঘাড়, কুঁজ, কান, পোশাক এবং চেহারার ভঙ্গির ওপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হয়।

এর আগে ২০১৮ সালে বোটক্স ব্যবহারের দায়ে ১২টি উটকে প্রতিযোগিতার অযোগ্য ঘোষণা করা হয়।

এখন সময়/শামুমো