ইংল্যান্ড অফ স্পিনার মঈন চলমান অ্যাশেজে এজবাস্টন টেস্টে আঙুলে চোট পান। তিনি ‘ফিঙ্গার স্পিনার’ হওয়ায় বল গ্রিপ করেন তর্জনী দিয়ে। দীর্ঘদিন পর টেস্টে ফেরা এই ডানহাতি স্পিনার টানা বোলিং করলে তর্জনীর মাথায় ফোসকা পড়ে। শেষ দিনে তাই মাত্র ৭ ওভার বোলিং করতে পেরেছিলেন।

সেই টেস্ট হারের পর একটি মেইল পেয়েছিলেন মঈন। মেইলটি তাকে লিখেছেন ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সার্ভিসের (এনএইচএস) এক নারী কর্মী। নিজেকে মঈনের ‘বড় ভক্ত’ হিসেবে দাবি করে সেই নারী ইংল্যান্ড অলরাউন্ডারের আঙুলের সমস্যার একটি সমাধান দেন। খবর বিসিসির।

সেই নারী ভক্তের এক ওষুধের ফলে মঈনের আঙুলের চোট সেরে গিয়েছিল। যদিও মঈন সেই ভক্তের খোঁজ করে চলেছেন। সাংবাদিক সম্মেলনে মঈন বলেন, ‘সেই ভক্তকে আমি খুঁজে পাচ্ছি না। আশা করি, এই বক্তব্য তিনি শুনছেন। আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই।’