মারবেল পাথরের বেষ্টনী
আকাশছোঁয়া অট্টালিকা,
বিএমডব্লিউ গাড়ি পথ সাথী
বিছানাটা এক স্বর্গপুরী,
রাত্রী নিশি ব্যর্থ ঘুমের বড়ি
তবুও সুখের আশায় ডুবে থাকা।
গ্রীষ্মের খরতাপে ভ্যানচালক
বৃক্ষের নিচে আকাশপানে চেয়ে নিন্দ্রা,
এরই মাঝে পুলিশের উদ্দেশ্যহীন আঘাত
আনমনে জেগে উঠে গন্তব্যে,
বস্তির কোণে ঘরে নেই চাউনি
রমণীর ভালোবাসার নেই কমতি।
মাঘের রাত্রি খোলাকাশে
পরিত্যক্ত রেলস্টেশন কোণে ঠাঁই,
মাথার নিচে পাথরের খণ্ড
ছেঁড়া খেতায় অর্ধ গাটা ডাকা,
ট্রেনের বিকট শব্দে ভাঙে না ঘুম
তবুও তাদের মাঝে সুখ দেখি।
শহরের মাঝে খাদ্য বাগান
কাক, কুকুর ও মানব সন্তান,
একত্রে মিলে খাদ্যের তালাশ
রাজাকারের কাছে খেলার পাত্র,
অন্নের তাড়নায় বাধে না যুদ্ধ
তবুও তাদের মাঝে সুখ খুঁজি।
শত শত বিচিত্র আঙিনায়
অশ্লীলতা ও দুর্নীতির মহড়া চলে,
সুখের বাহনায় রাজপথে রক্ত ঝরে
অধিকারের আশায় আগুনে পুড়ে,
কুসংস্কারে গঙ্গায় সাঁতার কাটে
আমি তাদের তরে মানবতা খুঁজি।