লেবানন সীমান্তে হুমকি মোকাবেলায় একটি বিশাল পর্যবেক্ষণ বেলুন উড়ানোর পরিকল্পনা নিয়েছে ইসরাইল।

বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই বেলুনটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারবে। মন্ত্রণালয়ের বিবিৃতিতে বেলুনটিকে বিশ্বের বৃহত্তম হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি আকাশ ও স্থলপথে হুমকির বিষয়ে আগাম সতর্কতা দিতে সক্ষম।

লেবানন-ইসরাইল সীমান্তে আব্বাদ এলাকায় হিজবুল্লাহর পতাকা ঘেঁষে উড়ে যাচ্ছে একটি ইসরাইলি পর্যবেক্ষণ বেলুন। ছবি: এএফপি

বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করতে বেলুনটি উচ্চ উচ্চতায় মোতায়েন করা হবে। তবে ঠিক কোথায় ওড়ানো হবে তা জানানো হয়নি।

ইসরাইল মিসাইল ডিফেন্স অর্গানাইজেশন এবং ইউএস মিসাইল ডিফেন্স এজেন্সির মধ্যে সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

সীমান্তে ইসরাইল-লেবানন উত্তেজনার এই কার্টুনটি এঁকেছেন ল্যাটুফ- মেমো

ইসরাইলি বিমান বাহিনীর প্রধান আমিকাম নরকিন বলেন, “বেলুনটির আমাদের স্থল ও আকাশ নজরদারির দক্ষতা বাড়াবে।”

ইসরাইলের স্বল্প-পাল্লার রকেট এবং ড্রোনগুলিকে গুলি করার জন্য ডিজাইন করা আয়রন ডোমসহ বিভিন্ন স্বল্প, মাঝারি এবং দীর্ঘ-পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। -মেমো

এখন সময়/শামুমো