গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোটে পড়ে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। তাই আসন্ন এশিয়া কাপে তাকে ছাড়াই খেলতে যেতে পারে বাংলাদেশ দল।

আজ রোববার বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এবাদতের বদলি হিসেবে দলে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব বা খালেদ আহমেদ।

নান্নু জানিয়েছেন, ‘এবাদত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। কাল ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এবাদত না গেলে সাকিব বা খালেদের মধ্যে কেউ দলের সঙ্গে যোগ হতে পারে।’

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে মাঠ ছেড়েছিলেন এবাদত। ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বল করার সময় আম্পায়ারের কাঁধে হাত লাগায় রানআপে নিজেকে সামলাতে পারেননি তিনি। তখন পেছন ঘুরে পরে যান তিনি, আঘাত খান পায়ে।