বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর হবে এমন আশাবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস উইম্যান গ্রেস মেং। সোমবার নিউ ইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রভাবশালী এই মার্কিন আইনপ্রণেতা বলেন, যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এ সময় গণমাধ্যমকর্মীদের অবদানের প্রশংসা করে গ্রেস মেং বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাষার সংবাদকর্মীরা কাজ করে চলেছেন। তাদেরকে অর্থনৈতিক প্রণোদনাসহ নানাভাবে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য লাভলু আনসার। বর্তমান সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক শাহ ফারুক।

অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৫০ বছর পূর্তির ঐতিহাসিক সময় এটি। ভবিষ্যতে অর্থবহ ও কার্যকরভাবে সহযোগিতামূলকভাবে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে। এ ক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন তিনি।