যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পড়েছে ১৬৮টি গাড়ি। এতে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন, আহতের সংখ্যা ৬৩। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ‍লুইজিয়ানা অঙ্গরাজ্যের সেন্ট জন দ্য বাপ্টিস্ট রোডে এই দুর্ঘটনা ঘটে। অন্তত ১৬৮টি গাড়ি কুয়াশার কারণে একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায়। আহতদের অনেকে হাসপাতালে ভতি হয়েছেন।

দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওই এলাকায় এমন ঘন কুয়াশা বা ‘সুপার ফগ’ তাকবে। ১০ ফিট দূরেও কিছু দেখা যাবে না।

পুলিশ জানিয়েছে, ওই রাস্তা কিছুক্ষণ বন্ধ রেখে সবগুলো গাড়ি সরানো হয়েছে। এখন সেখানে যান চলাচল স্বাভাবিক হয়নি।

লুইসিয়ানা অঙ্গরাজ্য পুলিশের লেফটেন্যান্ট মেলিসা মেটে এক বিবৃতিতে জানিয়েছেন, কুয়াশার কারণে গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের পরপরই দুর্ঘটনাস্থলের একটি অংশে আগুন ধরে যায়।

একটি ট্যাংকারের ট্রাকে দাহ্য জ্বালানি ছিল। পরে সেখানে থাকা ‘বিপজ্জনক তরল’ বহনকারী একটি ট্যাঙ্কার-ট্রাক খালি করে ফেলা হয়। সোমবার সন্ধ্যায় সেই ট্রাক সরিয়েছে পুলিশ।