স্প্যানিশ লা লিগায় ইতোমধ্যে চ্যাম্পিয়নের মুকুট পরেছে বার্সেলোনা। তবে নিয়মরক্ষার বাকি ম্যাচ ঠিকই খেলতে হচ্ছে তাদের। কিন্তু শিরোপা জিতে মাঠে নেমে হেরে বসল জাভির শিষ্যরা। কাতালান দলটিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে দিল রিয়াল সোসিয়েদাদ। এ জয়ে লিগ টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল দলটি।

শনিবার রাতে ক্যাম্প ন্যুতে মিকেল মেরিনো ও অ্যালেক্সান্দার সরলথের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান কমান রবের্ত লেভানদোভস্কি।

ম্যাচে জয় না মিললেও ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা শেষে বার্সার হাতে তুলে দেওয়া হয় ট্রফি।

এই মৌসুমে লিগে এটি বার্সার চতুর্থ হার, যা ঘরের মাঠে প্রথম। ৩৫ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট কাতালানদের। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে চারে আছে রিয়াল সোসিয়েদাদ। পাঁচ নম্বরে থাকা ভিয়ারিয়ালের চেয়ে তারা এগিয়ে আছে ৫ পয়েন্টে।