সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর মহাখালীতে পুরনো স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন এবং মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন।

সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য চার হাজার ২৩০ জন নির্বাচিত হয়েছেন। সে ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। সর্বোচ্চ মেধায় প্রাপ্ত নম্বর ২৯২.৫। আর এই সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মিম। তিনি খুলনা মেডিক্যাল কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
দেশে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ৩৭টি এবং এতে আসনসংখ্যা চার হাজার ৩৫০। বেসরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ৭২ এবং আসনসংখ্যা ছয় হাজার ৪৮৯। এবার মোট আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩৯ হাজার ৭৪২ জন।