মাংকিপক্সের প্রাদুর্ভাব মহামারিতে রূপ নেবে বলে মনে করে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল সোমবার ডাব্লিউএইচওর মাংকিপক্স সংক্রান্ত শীর্ষ বিশেষজ্ঞ রোজামুন্ড লুইস এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

এএফপি জানিয়েছে, মাংকিপক্স পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর একটি স্থানীয় রোগ। রোগটি এখন আফ্রিকার বাইরে শনাক্ত হচ্ছে।

রোজামুন্ড লুইস বলেছেন, আফ্রিকার বাইরে মাংকিপক্সের প্রাদুর্ভাব বিশ্বকে একটি মহামারির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করে না জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা।

তিনি আরো বলেন, মাংকিপক্স মহামারিতে রূপ নিতে পারে বলে তারা মনে করেন না।

ডাব্লিউএইচওর মাংকিপক্স-সংক্রান্ত শীর্ষ বিশেষজ্ঞ বলেছেন, এই মুহূর্তে আমরা বিশ্বব্যাপী মহামারি নিয়ে উদ্বিগ্ন নই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা এর আগে জানিয়েছেন, মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই। তবে মাংকিপক্স ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগ জোরদার করতে হবে বলে জানিয়েছেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতি বিষয়ক পরিচালক সিলভি ব্রায়ান্ডের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে মাংকিপক্স সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

সূত্র: এএফপি।