মস্কোয় নতুন আরেকটি ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শহরের মেয়র এ দাবি করেছেন। চলতি সপ্তাহে ইউক্রেনের চালানো এটি সবশেষ ড্রোন হামলা বলে আল শনিবার জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন শনিবার ভোরে বলেছেন, মস্কোর পশ্চিমে ইস্ত্রা জেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ধ্বংস করেছে। ঘটনাস্থলে জরুরি পরিষেবা অবস্থান করছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে তিনি বলেছেন, এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এতে করে মস্কোর প্রধান তিন বিমানবন্দরের পরিষেবা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার, বুধবার ও শুক্রবার মস্কো বিমানবন্দরগুলোতে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। তবে সবশেষ এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৪৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।