ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ শুক্রবার দুপুর আড়াইটায় শ্রীলংকার কলম্বোতে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হচ্ছে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হার দেখে বাংলাদেশ। পরের ম্যাচে ওমানের বিপক্ষে বড় জয় পায় সাইফ হাসানের দল। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তান চোখ রাঙানি দিলেও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। রানার্স আপ হয়ে পা রাখে সেমিফাইনালে।

অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছায় ভারত। তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। সব জয় ছিল বড় ব্যবধানে। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে আর নেপালের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত ‘এ’ দল।

দুই দলের একাদশ
বাংলাদেশ ‘এ’ দল: তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম, সাইফ হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান, আকবর আলী (উইকেটরক্ষক), রকিবুল হাসান, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।

ভারত ‘এ’ দল: সাই সুধারসন, অভিষেক শর্মা, নিকিন জোস, যশ ধুল (অধিনায়ক), রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), মানব সুথার, ইউরাজসিংহ দোদিয়া, হর্ষিত রানা ও রাজবর্ধন হাঙ্গারগেকার।