ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে আজ ভোট হবে। নির্বাচনের এক দিন আগে গতকাল রবিবার এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বলেছেন, তিনি প্রার্থী হওয়ায় সে দেশের জনজাতি ও নারীরা আনন্দিত।

গতকাল দিল্লিতে এনডিএ সাংসদদের সামনে হাজির হয়ে দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে তাদের সবার সমর্থন চেয়েছেন। সেখানেই মুর্মু বলেছেন, আমাকে প্রার্থী করায় আদিবাসী ও নারীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। ভারতে ১০ কোটি জনজাতির মানুষ রয়েছেন। আদিবাসীদের মধ্যে সাত শতাধিক সম্প্রদায় রয়েছে। সকলেই আমার মনোনয়নে আনন্দিত।

আজ সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্‌হার লড়াইয়ে। ভারতের প্রায় চার হাজার ৮০০ সাংসদ ও বিধায়ক ভোট দেবেন। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মোট ভোটের অন্তত ৬২ শতাংশ পেয়ে জিততে চলেছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে যশবন্ত সিন্‌হা প্রায় রোজই মুখ খুলে নিজের কথা বললেও মুর্মু প্রকাশ্যে মুখ খোলেননি।

আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, প্রেসিডেন্ট পদে নির্বাচন হচ্ছে। এটা প্রেসিডেন্ট ভবনে মূর্তি বসানো নয়। তার বক্তব্য, আমরা প্রেসিডেন্ট ভবনে কোনো মূর্তি চাই না। সবাই যশবন্ত সিন্‌হার কথা শুনেছেন। কিন্তু শাসক দলের প্রার্থীর কথা শোনাই যায়নি। সংবাদমাধ্যমও তার কথা শোনেনি।

বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্‌হা সারা ভারতে প্রচার করেছেন। গতকাল তিনি সব দলের কাছেই ভোট চেয়ে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন কোনো ব্যক্তির লড়াই নয়। মতাদর্শের লড়াই। তিনি ভারতের গণতন্ত্র রক্ষার পক্ষে লড়ছেন। বিপরীত দিকে মুর্মুকে যারা প্রার্থী করেছেন, তারা প্রতিদিন গণতন্ত্রের ওপর হামলা চালাচ্ছেন।

যশবন্ত যা-ই বলুন, বিজেপি মনে করছে- দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে মুর্মু ভারতের প্রথম আদিবাসী নারী হিসেবে পঞ্চদশ প্রেসিডেন্ট পদে শপথ নেবেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে রামনাথ কোবিন্দ ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন। এবার ১০ লাখ ৮৬ হাজার ৪৩১ ভোটের মধ্যে দ্রৌপদী মুর্মু ৬.৬৭ লাখের বেশি ভোট পাবেন বলে বিজেপির হিসাব। বিজেপি তথা এনডিএ-র বাইরেও বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, তেলুগু দেশম, জেডিএস, অকালি দল, শিবসেনা, জেএমএম মুর্মুকে সমর্থন করছেন। এর বাইরে অন্য দলের অনেকে মুর্মুকে ভোট দিতে পারেন।

বিজেপি সভাপতি জে পি নড্ডা শনিবারই দলের সাংসদদের বলেছেন, এনডিএ-র শতভাগ ভোট যাতে মুর্মুর ঝুলিতে পড়ে, তা নিশ্চিত করতে হবে। গতকাল সংসদে এনডিএ সাংসদদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে ‘মক ড্রিল’ করানো হয়।

রাকিব/এখন সময়