ব্র্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের কার্যকরি কমিটির (২০২৩-২৫) বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হলো গত শনিবার। ব্র্রঙ্কসের খলিল চাইনিজ রেষ্টেুরেন্টে অনুষ্ঠিত অভিষেকে সভাপতিত্ব করেন সভাপতি কামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম ইসলাম মামুন ও কার্যকরি কমিটি সদস্য কামরুজ্জামান শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টেট এসেমব্লিওম্যান ক্যারিনা রয়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্র্রঙ্কসের পরিচিত মুখ এম এন মজুমদার, মেয়র অফিসের প্রধান নির্বাহী অফিসার মীর বাশার।
ব্র্রঙ্কসে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর সংগঠন ‘ব্র্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন’ (বিবিএ)। উৎসবমুখর পরিবেশে নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব গ্রহন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, সিরাজ উদ্দীন সোহাগ, হাসান আলী,আবুল খায়ের আকন্দ,আব্দুস শহীদ, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, খলিল বিরিয়ানীর কর্ণধার খলিলুর রহমান, জুনেদ আহমেদ চৌধুরী, রাসেদুল ইসলাম, প্রফেসর সৈয়দ সাজ্জাদ, শেখ আল মামুন,জাকির চৌধুরী, কাজি হাসান, নুরে আলম জিকু, মোজাফ্ফর হোসেন, মুকিত চৌধুরী, সুধাংশু কুমার মন্ডল, জুয়েল মাহবুব, তুষার পিক, হাসান আলী, স্বপন তালুকদার ও সার্জেন্ট বেলাল উদ্দীন।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা কমিউনিটির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ব্রংকসে বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধ হলে সিটি কাউন্সিলম্যান ও স্টেট এসেমব্লিম্যান পদ অনায়াসেই আয়ত্বে আনা সম্ভব। মূলধারায় বিবিএ-কে আরও ব্যাপকভাবে কাজ করতে হবে। সিটি ও স্টেটে বিপুল সংখ্যক বাংলাদেশি কাজ করছেন। এ জন্য আমরা গর্বিত। এদেশের নির্বাচনগুলোতে অংশ নেবার জন্য ভোটার হওয়া ও ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে বিবিএ বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।