বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ১৪০২ ইউনিয়ন পোর্ট রোডে সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় তরুণ ব্যবসায়ী স্বপন তালুকদারের মালিকানাধীন সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া দোয়া-মাহফিল পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির ব্যবসায় সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এর পর সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, বাংলাবাজার বিজনেস
এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সভাপতি কামাল উদ্দিন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, পার্কচেস্টার ইসলামিক সেন্টার-পিআইসি’র ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ, আইটিভির পরিচালক মাওলানা শহীদুল্লাহ, রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ উদ্দীন, সিপিএ জাকির চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভপতি মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, বাংলা ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংবাদিক হাবিব রহমান, সাংবাদিক দিদার চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূরে আলম জিকু, মোহাম্মদ আলী, বাবুল হাওলাদার, জালাল চৌধুরী, বেলাল, ব্যবসায়ী ফারহান চৌধুরী, আবদুল জে খান, বাবু খান, মো. রাসেল, রাব্বি খান, ফেরদৌস হাওলাদার, বাবুল হাওলাদার, ফারুক তালুকদার, মহসিন খান, অদুদ তালুকদার প্রমুখ।
এসময় সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাবে। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় সব খাদ্য ও পণ্য সামগ্রী সরবরাহ করবে।
বক্তারা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, বাঙালী মালিকানায় স্টারলিং-বাংলাবাজার এলাকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। ব্রঙ্কসে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন তারা।