লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের একজন ঘনিষ্ঠ সহযোগীর ব্যক্তিগত বিমানে করে দুবাই থেকে ইসরাইলে পৌঁছেছে। পি-৪ আরএমএ বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলে যায়।

কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, খলিফা হাফতারের ঘনিষ্ঠ সহযোগী পি-৪ আরএমএ বিমানটি নিয়ে দুবাই থেকে উড়ে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে গেছেন।

ইতাই ব্লুমেন্থল নামে ইসরাইলের একজন সাংবাদিক টুইটার পোস্টে জানিয়েছেন, বিমানটি কতক্ষণ ইসরাইলে অবস্থান করবে অথবা বিমানের ভেতর কে আছেন তা পরিষ্কার নয়।

ইসরাইলের এ সাংবাদিক আরো জানান, বিমানটি পরে ইসরাইল থেকে মিশরের দিকে যাবে। খলিফা হাফতারের প্রতি রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, সৌদি আরব এবং জর্দানের সমর্থন রয়েছে।

লিবিয়া অবজারভার পত্রিকা জানিয়েছে, ডসাল্ট ফ্যালকন-৯০০ পি-৪ আরএমএ বিমানটি লিবিয়া সময় ১১টা ৩০ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে।

কিছুদিন আগে খলিফা হাফতার ঘোষণা করেছেন যে, তিনি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।-পিটি

এখন সময়/শামুমো