সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন সাইকোপ্যাথ। তিনি বাদশাহ আবদুল্লাহকে বিষাক্ত আংটি দিয়ে হত্যা করতে চেয়েছিলেন। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন সৌদির সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি।

সোমবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

সাদ আল-জাবরি ২০১৭ সাল থেকে কানাডায় নির্বাসনে রয়েছেন। সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৪ সালে এমবিএস তার চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফকে বলেছিলেন তিনি তার বাবার জন্য সিংহাসন খালি করতে চান।

এমবিএস বলেছিলেন, আমি বাদশাহ আবদুল্লাহকে হত্যা করতে চাই। আমি রাশিয়া থেকে একটি বিষাক্ত আংটি পেয়েছি। শুধু তার সাথে করমর্দন করলেই হবে।

জাবরি বলেন, রাজদরবারে বৈঠকটি গোপনীয়তার সঙ্গে হয়েছে। কিন্তু গোপনে বৈঠকের ভিডিও করা হয় এবং ভিডিও রেকর্ডিংয়ের ২টি কপি কোথায় আছে তা তিনি জানেন।

জাবরি সতর্ক করে বলেন, সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক এবং বাদশাহ সালমানের ছেলে `মধ্যপ্রাচ্যে বিপুল সম্পদের অধিকারী এক সাইকোপ্যাথ ও হত্যাকারী, যিনি তার জনগণ, আমেরিকা তথা গোটা পৃথিবীর জন্য হুমকি।

ওই সাক্ষাৎকারে সাদ আলজাবরি দাবি করেন, তাকেও হত্যার জন্য সৌদি আরব থেকে একটি দল পাঠানো হয়েছিল কানাডায়।

এখন সময়/শামুমো