ইউক্রেনে রাশিয়ার হামলার এক মাস পেরিয়ে গেছে। ইতোমধ্যেই দেশটির কিন্ডারগার্টেনগুলো চালু হতে শুরু করেছে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শেখানো হচ্ছে বিমান হামলা থেকে বাঁচার কৌশল।

বিবিসি জানিয়েছে, বিমান হামলা চলা অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে রীতি মতো মহড়া চালানো হচ্ছে কিন্ডারগার্টেনগুলোতে।

খুদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও অংশ নিচ্ছেন এসব মহড়ায়।
ইউক্রেনের কিন্ডারগার্টেনগুলোর একটি নেটওয়ার্ক পরিচালনাকারী সোলোমিয়া বোইকোভিচ বলেনন, বিমান হামলার সাইরেন বেজে উঠলে করণীয় সম্পর্কে অনুশীলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। এতে করে শিশুরা জানতে পারবে, ওই সময় তাদের ঠিক কী করতে হবে।

তিনি আরো বলেন, বিমান হামলার সময় শিশুরা আশ্রয়কেন্দ্রে যাচ্ছিল এবং সেখানে কোনো নেতিবাচক আবেগ ছিল না। কোনো আতঙ্ক ছিল না। শিশুরা এটিকে একটি খেলা হিসেবে নিয়েছিল এবং তারা আশ্রয়কেন্দ্রে খেলতে শুরু করেছিল।
সূত্র: বিবিসি।