সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা এখন বিস্ফোরক ও বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগরীতে কোনো নজরদারি নেই বলেও অভিযোগ করেন তিনি। আজ বুধবার নয়াপল্টনে বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এই কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গতকাল গুলিস্তানের বিস্ফোরণের ঘটনা ভয়াবহ। ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন নারীও ছিলেন। সীতাকুণ্ড, সায়েন্স ল্যাবেও বিস্ফোরণ হয়েছে। কেন এসব ঘটনা ঘটছে? এর কারণ সরকারের যেসব বিভাগ রয়েছে, যাদের এসব দেখার কথা, নজরদারি করার কথা তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত। যার ফলে এসব ভবনগুলোতে কোনো নিরাপত্তা নেই।

আর আগুন প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণে এ ধরনের ভয়াবহ ঘটনা ঘটছে। আর মানুষ প্রাণ হারাচ্ছে। ঢাকা এখন বিস্ফোরক ও বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে। আর এই শহরের বাতাসকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস। তিনি আরো বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সরকারি দলের নারীরা নির্যাতন করছে। আজকে দুঃখ হয়, কোনো নারী সংগঠনকে প্রতিবাদ করতে দেখিনি।

রাকিব/এখন সময়