গত ১০ দিনে ক্ষেপনাস্ত্র, কামিকাজে ড্রোন এবং আর্টিলারির সাহায্যে ১৬ ইউক্রেনীয় শহরে ১৯০টি আঘাত হেনেছে রাশিয়া। এসব হামলায় বিদ্যুৎ কেন্দ্রের শতাংশই ধ্বংস হয়ে গেছে। এতে ইউক্রেনের এক হাজার একশ’ নগর-গ্রাম অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এ তথ্য জানিয়েছে ইউক্রেনের জরুরি বিভাগের মুখপাত্র অলেক্সান্ডার খোরুনজি। এতে অন্তত ১৭০ জন নিহত হন। কিয়েভ বলেছে, সারাদেশে রুশ হামলার প্রধান লক্ষ্যই ছিল জ্বালানি কেন্দ্রগুলো।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা উচিত। যদি এটি না করা হয়, তাহলে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে।

বিদ্যুৎ বিভ্রাটের জন্য কোনও সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে রাজধানী কিয়েভ ও খারকিভের মতো বড় শহরগুলোতে বিদ্যুৎচালিত গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে এবং মেট্রোতে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে।

কিয়েভের একটি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, লোডশেডিং যাতে চার ঘন্টার বেশি স্থায়ী না হয় তা নিশ্চিত করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে।

রাকিব/এখন সময়