বিশ্বকাপ মানেই যেন ব্রাজিলকে সবার চেয়ে এগিয়ে রাখা। এবারও তার যেন কমতি নেই। এক প্রকার হট ফেভারিট হয়েই যেনও কাতার যাচ্ছে নেইমার-ভিনিসিয়ুসরা। ফিফা র‍্যাংকিংয়ে এক নাম্বারে উঠে আসা যার বড় প্রমাণ।

প্রতি বিশ্বকাপেই বাজিকররাও ব্রাজিলকে এগিয়ে রাখে। এবারও তাদের বাজির দর ব্রাজিলকে নিয়ে।
সর্বশেষ চার বিশ্বকাপে খালি হাতে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হার হতাশায় ডুবিয়েছিল নেইমারদের। এর আগে ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনালে বিধ্বস্ত হতে হয়েছিল ব্রাজিলকে। বাজিকররা বলছে এখন পর্যন্ত কাতার বিশ্বকাপ জেতার দৌড়ে এগিয়ে ব্রাজিল।

বিখ্যাত বাজির প্রতিষ্ঠান উইলিয়াম হিলের হিসাবে ব্রাজিলের পক্ষে বাজির দর ৫-১। এরপর আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ১১-২, ইংল্যান্ড ৬-১, স্পেন ১৫-২ ও আর্জেন্টিনা ১১-১, বেলজিয়াম এবং পর্তুগালের দর ১২-১। আরেক প্রতিষ্ঠান বেটএমজিএমও এগিয়ে রাখছে ব্রাজিলকেই, দরও একই ৫-১। এরপর আছে যৌথভাবে ইংল্যান্ড ও ফ্রান্স ১১-২।

কাতার বিশ্বকাপে গ্রুপ জি’তে পড়েছে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। প্রতিটা গ্রুপকেই কঠিন বলছেন ব্রাজিল কোচ তিতে।