দু’হাজার একত্রিশ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ ছাড়া আইসিসি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা টুইট করে জানিয়েছেন, “এটা পাকিস্তানের জন্য গর্ব ও আনন্দের বিষয়।”

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত সকল আইসিসি ইভেন্টের আয়োজকের তালিকা ঘোষণা করেছে।

এর আগে ২০১১ সালে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার আয়োজক দেশের তালিকায় পাকিস্তানেরও থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে পাকিস্তানের নাম বাদ দেয় আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আটটি ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করেছে-

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সাল- আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সাল- পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সাল- ভারত।

ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ সাল- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ সাল- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯ সাল- ভারত।

এখন সময়/শামুমো