বাংলাদেশি-আমেরিকান এলায়েন্স’র উদ্যোগে প্রথমবারের মতো নিউইয়র্কের লং আইল্যাান্ডে পথমেলা অনুষ্ঠিত হবে আগামী ২৭ আগস্ট। বেলা ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ মেলা চলবে। রোববার স্থানীয় ডেযারপার্কের একটি রেস্টুরেন্টে আয়োজিত লং আইল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি-আমেরিকানদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লং আইল্যান্ডে পথমেলা আয়োজনকারীদের অন্যতম নাসির আলী খান পল জানান, বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি-আমেরিকানদের লং আইল্যান্ডে বসবাস। বেড়ে উঠছে আমাদের নতুন প্রজন্ম। চলতি বছরের গ্রীষ্মকালকে উপভোগ করার পাশাপাশি স্থানীয় নতুন-পুরাতনদের মাঝে দেশীয় শিল্প-সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো লং আইল্যান্ডে পথমেলার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

সভায় মেলা আয়োজনের ব্যাপারে প্রথমিকভাবে আলোচনার পর এ দিন ধার্য্য করা হয়। মেলাটি সফল করতে পরবর্তী সভায় আরো বিস্তারিত আলোচনা হবে। এতে দেশীয় পণ্যের স্টল ছাড়াও থাকবে দেশি-বিদেশী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

পথমেলার প্রস্তুতি সভায় নাসির আলী খান পল ছাড়াও অন্যান্যের মধ্যে ইশতিয়াক রুমি, আসাদ বারী, আমিরুল ইসলাম, রুমন প্রধান, ইকবাল লিটন, মিয়া আলম পাখী, সৈয়দ আলম, দেলোয়ার খান, ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। লং আইল্যান্ডে বসবাসকারী ডা. ওয়াদুদ ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, লায়ন আসেফ বারী টুটুল, বেনজির আহমেদ, জিল্লুর রহমান, মিজানুর রহমান, ডা. নজরুল ইসলাম, ডানা ইসলাম, ডা. মাসুম, শিরিন আক্তার প্রমূখ এ মেলায় সার্বিক সহযোগিতা করবেন বলে জানা গেছে।