সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ডার ৭১ নাটক মঞ্চস্থ হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত ঝাউডাঙ্গা গণহত্যার ইতিহাস নিয়ে নির্মিত মাজহারুল হোসেনের পরিকল্পনায় ও পরিবেশনায় গতকাল রাতে শহরের অদূরে বাকাল বাজুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে বর্ডার ৭১ মঞ্চায়িত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে নাটকটি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় সারা দেশে গণহত্যা চলেছে। গণহত্যা ইতিহাসে এক বর্বর অধ্যায় সৃষ্টি করেছে। বর্ডার ৭১ নাটকটি যুদ্ধের সময়কার বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশিত হচ্ছে। সারাবিশ্বে গণহত্যার নাটক তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশের মতো নয়। আমাদের দেশে প্রায় ৫০০০ গণহত্যার স্থান রয়েছে। তারা তো আমাদের কাছে কিছুই চায় না। আমরা কি পারি না তাদের বধ্যভূমিতে গিয়ে একটু স্মরণ করতে।

সাতক্ষীরায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ডার ৭১ নাটক মঞ্চস্থ হয়েছে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান স্বাধীনতার ইতিহাস। এ ইতিহাস কোনভাবে ভোলার নয় চাইলেও কেউ মুছে ফেলতে পারবে না। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সে সময় মানুষের পরে নির্মম অত্যাচার করেছেন তাদের বাহিনীরা। স্বাধীনতার দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। ঘাতক দোসররা চেয়েছিল বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে কিন্তু সে আশা তাদের পূরণ হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আবদুস সামাদ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর সহকারী কমিশনার ভূমি মো. মহিউদ্দিন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, সদর থানার ওসি দেলোয়ার হোসেন, ডিবির ওসি ইয়াসিন আলম চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শেখ তৌহিদুর রহমান ডবলু, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিল্পকলা একাডেমীর সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।

এখন সময়/শামুমো