নিজেকে ‘ব্ল্যাক এলিয়েন’-এর মতো দেখানোর জন্য এক ব্যক্তি যা করলেন তা শিউরে উঠার মতো।

অ্যান্থনি লোফ্রেডো। ফ্রান্সের নাগরিক। ভিন্‌গ্রহের প্রাণীর মতো নিজের রূপ তৈরি করতে নাক, উপরের ঠোঁট, জিভে অস্ত্রোপচার করান।

সারা শরীর এবং চোখের মণিতেও ট্যাটু করান লোফ্রেডো। কিন্তু এত কিছু করেও তাঁর মন ভরেনি। নিজেকে হুবহু ভিন্‌গ্রহীর মতো সাজাতে আরও বড় পদক্ষেপ নেন তিনি।

দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, দেহের উপরিভাগ অস্ত্রোপচার করে পরিবর্তন করতে পেরেছেন ঠিকই, কিন্তু এবার ভিন্‌গ্রহের প্রাণীদের মতো হাত তৈরি করার সিদ্ধান্ত নেন লোফ্রেডো। এবার তিনি দু’হাতে দুটো করে আঙুল কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। যাতে তার হাত অনেকটা পশুর থাবার মতো দেখতে হয়। যেমন ভাবা তেমনই কাজ। আপাতত একটি হাতের আঙুল বাদ দিয়েছেন তিনি।

‌‌‌‌ব্ল্যাক এলিয়েন প্রজেক্ট নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে লোফ্রেডোর। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হাতের ছবিও দিয়েছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘এবার অন্তরাত্মার শান্তি হলো।’ এর আগে অস্ত্রোপচার করিয়ে দুটো কান বাদ দিয়েছেন তিনি। জিভ মাঝখান থেকে চিরেছেন।

গত বছরে অস্ত্রোপচার করে নাকেরও পরিবর্তন করেছেন তিনি। ২০১৭-তে এক ফরাসি পত্রিকায় লোফ্রেডো বলেছিলেন, “শৈশব থেকেই নিজের দেহের আকৃতি পরিবর্তন নিয়ে আগ্রহী ছিলাম।” সেই আগ্রহই পরবর্তীকালে যেন নেশায় পরিণত হয়। তাই একের পর এক অস্ত্রোপচার করিয়ে দেহের পরিবর্তন করাতে কুণ্ঠিত হননি লোফ্রেডো।-সংবাদ সংস্থা

এখন সময়/শামুমো