পাকিস্তানে সামরিক বহরে আত্মঘাতী হামলায় অন্তত ৯ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখেয়ারতে এই হামলা চালানো হয়। ইতোমধ্যে এলাকাটি বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানায়, আফগান সীমান্তের কাছে মোটরসাইকেলে করে এসে একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটায়।

প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বলেন, আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে করে এসে সামরিক বহরের একটি ট্রাকে আঘাত আনে। এরপরই বিকট বিস্ফোরণ হয়।

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় এই প্রদেশটিতে প্রায়ই হামলা ঘটে। আফগান সীমান্তবর্তী এই অঞ্চলে গত বছর থেকে হামলার ঘটনা বেড়েছে।

গত মাসে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় ৬০ জনের বেশি নিহত হয়েছিলেন। এর আগে জানুয়ারিতে তেহরিক ই তালিবান একটি মসজিদ প্রাঙ্গনে হামলা চালালো ৮০ জনেরও বেশি সেনা কর্মকর্তা নিহত হন।