পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশিদ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করার পর প্রাঙ্গন থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছর ৯ মে রাওয়ালপিন্ডির মেট্রো বাস স্টেশনে ভাংচুরের অভিযোগ আনা হয় শেখ রশিদের বিরুদ্ধে। গ্রেপ্তারের পর নিউ টাউন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে।

মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) তার জামিন আবেদন নামঞ্জুর করে ২৫ জানুয়ারি পর্যন্ত শুনানি মূলতবি করেছেন।

তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন শেখ রশিদ। গ্রেপ্তারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘ইশ্বর স্বাক্ষী আমি ভাংচুরের সময় সেখানে ছিলাম না।’

তার আইনজীবী আব্দুল রাজ্জাক বলেছেন, শেখ রশিদের ভাতিঝা রশিদ শফিক ১৩টি মামলায় জামিন পেয়েছেন। তিনি বলেন, ‘আগামী কাল এটিসির সামনে আবারও তাকে হাজির করা হবে এবং জামিন আবেদন করা হবে।’