ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে গঙ্গাজলে পবিত্র করার পাল্টাপাল্টি লড়াই।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার নন্দীগ্রামের করপল্লির শহীদ বেদি গঙ্গাজল দিয়ে ধুইয়ে ‘পবিত্র’ করলেন শুভেন্দু অধিকারী। সকালে তৃণমূলের নেতা-কর্মীরা ওই শহীদ বেদিতে মালা দিয়ে অপবিত্র করে দিয়েছেন বলে অভিযোগ তার।

এর আগে গত ৭ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাইয়ে শহীদ দিবসের দিন শুভেন্দু মালা দেওয়ার পরে একই কায়দায় তা গঙ্গাজলে ধুয়ে ‘পবিত্র’ করেছিল তৃণমূল।

বুধবার তেখালি থেকে মিছিল করে মহেশপুরের করপল্লির গিয়ে শহিদ বেদিতে এসে নিজের হাতে গঙ্গাজল ঢালেন শুভেন্দু। কর্মসূচি শেষে গোবরজল দিয়ে এলাকা শুদ্ধ করার জন্যও স্থানীয় নারীদের কাছে আহ্বান জানান।

শুভেন্দু বুধবার বিকেলে বলেন, ‘‘কিছু ছোটলোক সকালে এসে শহীদ বেদী অপবিত্র করে গেছে। আমাদের সভা শেষে এই এলাকার মায়েরা গোবরজল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন। শহীদ তর্পণের নামে কিছু জেহাদিদের মঞ্চে এনে শুধু কুৎসা করে গেছে।”

শুভেন্দুর দাবি, ওই নেতারা (তৃণমূল) কোনও শহীদের নাম নেননি। শহীদ পরিবার সম্পর্কে কিছুই বলেননি। শুধু কুৎসা করে গেছেন। এর পর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার মন্তব্য, “আসলে ওরা নন্দীগ্রাম আন্দোলন সম্পর্কে কিছু জানলে তবেই তো বলবে।’’

এখন সময়/শামুমো