চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি হারুনুর রশিদ সংসদে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর মাধ্যমে বিএনপি দলীয় সব সংসদ সদস্যের পদত্যাগ নিশ্চিত হলো। এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ।

পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি। এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে এসে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাকিব/এখন সময়