রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আজ (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এদিকে, রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার সময় মালামাল চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মার্কেটটির গ্রাউন্ডের কিছু দোকান থেকে মালামাল উদ্ধার করা হয়েছে। কিন্তু এসময় মালামাল চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেন দোকানিরা।

বঙ্গবাজারের ব্যবসায়ী জাহিদুল বলেন, আমাদের দোকানের অনেক মালামাল উদ্ধার করা হয়েছে। কিন্তু কিছু মালামাল চুরি হয়ে গেছে। আর কিছু মালামাল উদ্ধার করা যায়নি। পুড়ে গেছে আগুনে।

রাকিব/এখন সময়