জাপানের উপকূলে ডুবুরিরা নিখোঁজ একটি সামরিক হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। সেই সঙ্গে ১০ জন আরোহীর মধ্যে পাঁচজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

ব্ল্যাক হক নামে পরিচিত ইউএইচ৬০ হেলিকপ্টারটি গত ৬ এপ্রিল মিয়াকো দ্বীপের কাছে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় হেলিকপ্টারটি স্থানীয় এলাকা জরিপ করছিল। জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী জিএসডিএফের ব্যবহৃত চার পাখা ও দুই ইঞ্জিনের এই পরিবহন হেলিকপ্টারটি ৬ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে নিখোঁজ হয়। চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হেলিকপ্টারের যন্ত্রাংশ বলে মনে করা ভাসমান ধ্বংসাবশেষ দেখা গেছে।

জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজ জানিয়েছে, মরদেহগুলো সমুদ্রের তলদেশে একজন ডুবুরি আবিষ্কার করেছেন। এদিকে দুর্ঘটনার সঠিক কারণ এখনো অজানা হলেও এটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। জিএসডিএফের একজন জ্যেষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইউইচি সাকামোতো হেলিকপ্টারটির আরোহী ছিলেন।

রাকিব/এখন সময়