মাদক কাণ্ডে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিল ভারতের এনএসবি। তবে এর পেছনে অনেকেই ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন। কিং খানের ভক্তদের মতে, রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। তবে বিজেপিবিরোধী একাধিক দলও আরিয়ানের গ্রেপ্তারিতে সরব হয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আরিয়ান কাণ্ডে রাজনীতির রং দেখেছেন। অবশ্য বলিউড বাদশার পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

কয়েকদিন আগে আরিয়ানের গ্রেপ্তারি নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছেন কংগ্রেসের দুই জোটসঙ্গী এনসিপি এবং শিব সেনা। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী নবাব মালিক বারবারই আরিয়ানের গ্রেপ্তারির নেপথ্যে প্রশ্ন তুলেছেন এনসিপি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। তবে প্রকাশ্যে না হলেও রাহুল গান্ধী শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। শাহরুখ এবং গৌরী খানকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, ‘গোটা দেশ আপনার পাশে আছে।’

গত ১৪ অক্টোবর রাহুলের লেখা চিঠি পৌঁছয় মন্নতে। চিঠিতে তিনি লিখেছেন, ‘আরিয়ানের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তাতে দুঃখিত। কোনও বাচ্চার সঙ্গেই এই ধরনের আচরণ করা উচিত নয়। আমি দেখেছি আপনি কীভাবে মানুষের উপকার করেন। আমি নিশ্চিত তাঁদের প্রার্থনা আপনার সঙ্গে আছে। গোটা দেশ আপনাদের পাশে আছে।’-আজকাল

এখন সময়/শামুমো