নিউইয়র্ক: দেশের উৎপাদনমুখী খাতে প্রবাসীদের বিনিয়োগ ও এতে প্রবাসী নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে দূতাবাস ও কন্স্যুলেটগুলোতে ‘বিনিয়োগ সেল’ খোলার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর এনআরবি’। রোববার নিউইয়র্কে ‘সেন্টার ফর এনআরবি’ আয়োজিত ‘ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স,ইনভেস্টমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েল-বিয়িং অব আমেরিকান এনআরবিজ’ শিরোনামে এক আন্তর্জাতিক সম্মেলনে এ পরামর্শ দেন আলোচকরা।
এনআরবি সেন্টারের চেয়ারপারসন সেকিল চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।
মূল বিষয়ের উপর বক্তব্য দেন ডাচবাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম শিরিন।
যুক্তরাষ্ট্রে অবস্থান করেই ‘বিনিয়োগ সেল’-এর মাধ্যমে যাতে বিনিয়োগের যাবতীয় কাজ করা যায় তেমন ব্যবস্থা চালু করা সম্ভব হলে যুক্তরাষ্ট্র-প্রবাসীদের বিনিয়োগের আগ্রহ শতগুণ বেড়ে যাবে বলে মন্তব্য করেন আলোচকরা।

তারা জানান, রেমিটেন্সের বিপরীতে বোনাসের পরিমাণ ২% থেকে বাড়িয়ে ৪% করা হলে হুন্ডির প্রতি মানুষের অনীহা বাড়বে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, টেম্পল ইউনিভার্সিটি অব ফিলাডেলফিয়ার অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশে ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শমী কায়সার, ঢাকা উইমেন চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট নাজ ফারহানা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মইনুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রকফেলার ইউনিভার্সিটির গবেষণা কর্মকর্তা প্রদীপ কর, আমেরিকা-বাংলাদেশ বিজনেস এলায়েন্সের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা ওয়াসেফ চৌধুরী, জুইশ হাসপাতালের কর্মকর্তা সাইদা আরা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, বিএ এক্সচেঞ্জ-এর প্রধান নিবার্হী আতাউর রহমান, সোনালী এক্সচেঞ্জ-এর প্রধান নিবার্হী দেবশ্রী মিত্র, সানমান এক্সপ্রেসের প্রধান নির্বাহী মাসুদ রানা, লেখক সাঈদ-উর রব, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর কর্মকর্তা মিজানুর রহমান, এনওয়াইপিডি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিক।